হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ট্রাফিক পুলিশের ফুলেল শুভেচ্ছা

হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ট্রাফিক পুলিশের ফুলেল শুভেচ্ছা

ছবিঃ সংগৃহীত।

ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহারে অনুপ্রাণিত করতে নীলফামারীর সৈয়দপুরে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক আইন মেনে চলা মোটরসাইকেল চালক ও আরোহীদের এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত উপস্থিত থেকে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধ্যা ফুলের স্টিক তুলে দেন।

এসময় সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজার আলম, ইন্সপেক্টর জাকির হোসেন, সার্জেন্ট আশরাফ কুরাইশী ও সাজেদুর রহমান সুজন, টিএসআই আব্দুল খালেক, এটিএসআই দেলোয়ার হোসেনসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসে ট্রাফিক পুলিশের এমন ব্যতিক্রমধর্মী কর্মসূচি শহরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি দুর্ঘটনা নিয়ে প্রকাশিত একটি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজার রহমান বলেন, সারাদেশে গত সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪০ জন মারা যান। এদের মধ্যে ১৯০ জন হেলমেটবিহীন চালক মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তাই মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহার করলে অনেকাংশে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।