রূপপুর পাওয়ার প্ল্যান্টের ভুয়া গেটপাশ তৈরিতে দু’জন গ্রেপ্তার

রূপপুর পাওয়ার প্ল্যান্টের ভুয়া গেটপাশ তৈরিতে দু’জন গ্রেপ্তার

ছবিঃহাসান আলি ও জাকির হোসেন

পাবনা প্রতিনিধি

রূপপুর পারমাণবিক কেন্দ্রের ভুয়া গেটপাস তৈরিকারী দুই প্রতারককে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বেশ কিছুদিন ধরে প্রতারক চক্রটি পারমাণবিকে চাকরি দেয়ার নামে লোকজনের টাকা-পয়সা হাতিয়ে নেয়ার প্রতারণায় লিপ্ত ছিলো।

রোববার (১২ জুলাই) বিকেলে মূল প্রতারক ও তার এক সহযোগীকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নাটোরের লালপুর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আফসার আলীর ছেলে হাসান আলী (৩১) ও তার সহযোগী ঈশ্বরদী পৌরসভার বকুলের মোড় এলাকার মনিরুজ্জামানের ছেলে জাকির হোসেন (২৫)।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন বলেন, এদের সঙ্গে আরো কেও জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, চক্রটি রাশিয়ান বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের সিল ও স্বাক্ষর জাল করে প্রকল্পে প্রবেশের জন্য চাকরি প্রার্থীদের নামের তালিকা তৈরি করতো। এই তালিকা গেটে দেখালে সীল ও স্বাক্ষর সঠিকভেবে তাদের প্রকল্প এলাকায় প্রবেশের জন্য গেটপাস ইস্যু করা হতো। গেটপাস নিয়ে ভেতরে প্রবেশ করতে পারলেও কর্মস্থলে যে তালিকা থাকতো তাতে চাকরি প্রার্থীদের নাম থাকতো না।

ফলে অনেকেই টাকাপয়সা খুইয়ে প্রতারিত হয়ে ফিরে আসতো।