২০২৩ সালের আলোচিত যত স্মার্টফোন

২০২৩ সালের আলোচিত যত স্মার্টফোন

ফাইল ছবি

স্মার্টফোনের বাজারে ২০২৩ সাল ছিল সরগরম। পুরো বছর জুড়ে বিভিন্ন মডেলের ফোন বাজারে আসে। ক্রেতারাও এগুলো লুফে নেন। 

প্রিমিয়াম ফোন থেকে ফ্ল্যাগশিপ-কোনো কমতি ছিল না ২০২৩ সালে। বছর জুড়ে নজর কেড়েছে এসব ফ্ল্যাগশিপ ফোন, নতুন বছরে কিনতে পারেন আপনিও। চলুন দেখে নেওয়া যাক।

আইফোন ১৫ প্রো ম্যাক্স

২০২৩ সালের আলোচিত ফোনের মধ্যে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স। অ্যাপলের এই আইফোনটিও এই বছর একটি দুর্দান্ত স্মার্টফোন হয়েছে। 

আইকোওও ১২ ৫জি

১২ ডিসেম্বর বাজারে এসেছে আলোচিত আইকোওও ১২ ৫জি মডেল। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট চিপসেট রয়েছে। ১৬ জিবি র‌্যামে হ্যান্ডসেটটি কেনা যাচ্ছে। 

এই ফোনে অ্যানড্রয়েড ১৪ এবং ৫০+৫০+৬৪ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। এই প্রথম কোনও ফ্ল্যাগশিপ ফোনে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।

গুগল পিক্সেল ৮ প্রো

গুগলের লেটেস্ট এই ফোনটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, ৫০৫০ এমএএইচ ব্যাটারি, টেনসর জি৩ চিপ এবং ৫০+৪৮+৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে।

শাওমি ১৩ প্রো ৫জি

শাওমির সর্বাধুনিক ফোন এটি। এতে লাইকার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে আপনি তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

ওয়ানপ্লাস ওপেন

এটি ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডিং ফোন। এই হ্যান্ডসেটে রয়েছে ৭.৮২ ইঞ্চির ডিসপ্লে। মোবাইল ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ মডেলের চিপসেট দেওয়া হয়েছে। ব্যাকআপের জন্য রয়েছে ৪৯০৫ এমএএইচ ব্যাটারি। এই ফোনের পেছনে ৪৮+৬৪+৪৮ মেগাপিক্সেলের তিন ক্যামেরা রয়েছে।