শীতার্ত মানুষের ঘরে পৌঁছে গেলো লেপ

শীতার্ত মানুষের ঘরে পৌঁছে গেলো লেপ

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইব্রাহিম হোসেনের উদ্যোগে রাতের আঁধারে অসহায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৯ডিসেম্বর) রাতে পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া এলাকায় প্রায় ৫০টি পরিবারের কাছে এ লেপ পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, ফরিদপুরের তরুণ সমাজসেবক ইব্রাহিম হোসেন ব্যক্তিগত তহবিল থেকে এসব লেপ বিতরণ করা হয়। ইব্রাহিম হোসেন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের বিমানবন্দর থানা শাখার এক নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মিঠাপুর কলেজপাড়ার বাসিন্দা মামুন শেখ জানান, সবাইকে শীতবস্ত্র হিসেবে সচরাচর কম্বল কিংবা গরম পোশাক বিতরণ করতে দেখা যায়। কিন্তু কনকনে শীতে এসব তেমন কাজে আসে না। এজন্য একটি হতদরিদ্র পরিবারের কাছে তীব্র শীতে লেপ বেশ উপকারী।

এ বিষয়ে ইব্রাহিম হোসেন বলেন, শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোসহ শান্তির ঘুম পাড়াতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যাদের আর্থিক অবস্থা একটু ভালো, তাদের উচিত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, প্রতি বছর শীতের শুরুতে ইব্রাহিম হোসেন এলাকার অসহায় শীতার্ত পরিবারগুলোতে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে পাশে দাঁড়ান। এভাবে সামর্থ্যবান মানুষেরা সহায়তার হাত বাড়ালে সমাজে অসহায়দের শীত নিবারণের কষ্ট থাকবে না।