সিংহাসন পুনরুদ্ধার বাবরের, প্রথমবার শীর্ষে রশিদ

সিংহাসন পুনরুদ্ধার বাবরের, প্রথমবার শীর্ষে রশিদ

সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের চলমান টি-টোয়েন্টি সিরিজে আদিল রশিদের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন এই ইংলিশ লেগ স্পিনার। ভারতের শুবমান গিলকে সরিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের বাবর আজম।

ক্যারিবিয়ান সফরে প্রথম চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রশিদ। বুধবার (২০ ডিসেম্বর) আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দুই ধাপ এগিয়ে চূড়ায় উঠেছেন তিনি। এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন ভারতের লেগ স্পিনার রাভি বিষ্ণই ও আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান।

রাশিদ খান এখন আছেন দুই নম্বরে, তিনে নেমে গেছেন বিষ্ণই। তিন ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। তিন ধাপ এগিয়ে নবম স্থানে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসি। দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন আদিল রশিদ। এক দশক আগে শীর্ষে উঠেছিলেন অফ স্পিনার গ্রায়েম সোয়ান। রশিদের আগের সেরা অবস্থান ছিল দ্বিতীয়, উঠেছিলেন গত সেপ্টেম্বরে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিফটি এবং তৃতীয়টিতে সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন সূর্যকুমার ইয়াদাভ। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের (৭৮৭) চেয়ে ১০০ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন ভারতের বিস্ফোরক ব্যাটসম্যান (৮৮৭)। এই সংস্করণে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাবর শীর্ষে ফেরায় দুইয়ে নেমে গেছেন গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চলমান ওয়ানডে সিরিজে গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাবর ও গিলের কেউ অবশ্য গত বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি। ওই বিশ্বকাপের মাঝেই বাবরকে সরিয়ে শীর্ষে ওঠেন গিল। তার আগে টানা প্রায় আড়াই বছর চূড়ায় ছিলেন বাবর। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের সাকিব যথারীতি শীর্ষে আছেন।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের পারফরম্যান্সে (৪১ ও ৯০ রান) তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজা। ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন খাওয়াজার উদ্বোধনী জুটির সঙ্গী ডেভিড ওয়ার্নার। পার্থে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিন ধাপ এগিয়ে পাঁচে আছেন অফ স্পিনার ন্যাথান লায়ন। মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে আটে, জশ হেইজেলউড দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন। শীর্ষে যথারীতি ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ভারতেরই রবীন্দ্র জাদেজা।