চেলসিকে ২৩ বছর আগের স্মৃতি দিল উলভেস

চেলসিকে ২৩ বছর আগের স্মৃতি দিল উলভেস

সংগৃহীত

ঘরের মাঠে দারুণ ফর্মে আছে প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। সেই ধারা বজায় রেখে এবার চেলসিকে হারের তিক্ত স্বাদ দিলো দলটি। বড়দিনের আগে প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে উলভসের মাঠে ২–১ ব্যবধানে হেরেছে মরিসিও পচেত্তিনোর দল।

এবারের লিগে এটি চেলসির অষ্টম হার, প্রতিপক্ষের মাঠে টানা চতুর্থ। ২০০০ সালের পর এই প্রথম লিগে প্রতিপক্ষের মাঠে টানা চার ম্যাচ হারল চেলসি। এবারের লিগে মাত্র একবারই টানা দুই ম্যাচ জিতেছে চেলসি, অক্টোবরের শুরুতে ফুলহাম ও বার্নলির বিপক্ষে। এর পর থেকে চলছে জয়ের পরের ম্যাচে ড্র বা হারের ধারা।

মলিনু স্টেডিয়ামের ম্যাচটিতে তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫১তম মিনিটে পাবলো সারাবিয়ার কর্নার কাজে লাগিয়ে বল জালে পাঠান মারিও লেমিনা। উলভসকে দ্বিতীয় গোলটি এনে দেন ম্যাট ডোহার্টি। বদলি নামা আইরিশ ডিফেন্ডার ‘সাইড-ফুটেড ফিনিশিং’ বল জালে জড়ান ৯২তম মিনিটে।

এর তিন মিনিট পরই এক গোল শোধ দেয় চেলসি। অরক্ষিত থাকা ক্রিস্টোফার এনকুকু হেডে ব্যবধান ২-১ এ কমিয়ে আনেন। এরপরও খেলা বাকি ছিল আরও পাঁচ মিনিট। তবে সমতার গোলটি চেলসি দিতে পারেনি। এই জয়ে উলভস লিগের ১৮ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে ১১ নম্বরে উঠেছে।

 চেলসি সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ১০ নম্বরে আছে। চেলসির নামের পাশে গোল ব্যবধানের গোল অবশ্য নেই। মৌসুমে এখন পর্যন্ত যে কটি গোল  তারা করেছে ততটাই আবার খেয়েছে। উলভস মৌসুমে গোল দেওয়ার চেয়ে ছয়টি বেশি হজম করেছে।