যে পাঁচ ডিফেন্ডারে চোখ রিয়ালের

যে পাঁচ ডিফেন্ডারে চোখ রিয়ালের

ছবি: সংগৃহীত

মৌসুমের শুরুতে রিয়ালের ব্রাজিলিয়ান সেন্ট্রাল ব্যাক এদের মিলিতাও ইনজুরিতে পড়েছেন। চলতি মৌসুমে তাকে দলে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। শীতকালীন মৌসুম শুরুর আগে ইনজুরিতে পড়েছেন ডেভিড আলাবা। লস ব্লাঙ্কোসরা তাই শীতকালীন দলবদলের মৌসুমে একজন ডিফেন্ডার কিনতে চায়। 

সেজন্য এক সিনিয়র ও চার তরুণ ডিফেন্ডারে চোখ রেখেছে লা লিগা জায়ান্টরা। এর মধ্যে রাফায়েল ভারানেকে ফেরত আনা যায় কিনা ভাবছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিয়মিত খেলাচ্ছে না, আবার ঠিক মতো ব্যবহারও করতে পারছে না। প্রিমিয়ার লিগে অসুখী ভারানে ফিরে আসলে তাকে সংক্ষিপ্ত সময়ের চুক্তিতে আসতে হবে। 

এর বাইরে রিয়াল মাদ্রিদ পর্তুগালের ২১ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার গঞ্জালো ইনিসিওকে কেনা যায় কিনা খোঁজ খবর নিচ্ছে। তিনি স্পোর্টিং সিপি’তে খেলেন। রিয়ালের নজরে আছেন বায়ার লেভারকুসেনে খেলা তরুণ ইকুয়েডরের ডিফেন্ডার পিইরো হিনক্যাপি। 

এছাড়া দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় রিয়াল মাদ্রিদ ইতালির ২০ বছর বয়সী ডিফেন্ডার জর্জিও স্কালভিনিকে কেনা যায় কিনা ভাবছে। তিনি ইতালিয়ান ক্লাব আটালান্টায় খেলেন। এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন লম্বা দৌড়ের ঘোড়া তিনি। রাফা মারিন আছেন রিয়ালের তালিকায়। তিনি স্প্যানিশ, বয়স সবে ২১। খেলেন লা লিগার ক্লাব আলাভেজে।