সিলেটে ফেল থেকে পাস করলো ২৩ পরীক্ষার্থী

সিলেটে ফেল থেকে পাস করলো ২৩ পরীক্ষার্থী

ছবিঃ সংগৃহীত।

সিলেট বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেল থেকে পাস করেছেন ২৩ শিক্ষার্থী।আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। এছাড়াও ফলাফল পরিবর্তন হয়েছে ১১৫ জনের।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিলেট শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত বিয়ষটি নিশ্চিত করেছেন।

গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফলের এক মাসের মাথায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওয়েবসাইটেও পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

 

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, প্রকাশিত ফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষণের আবেদন পড়ে ৪০ হাজার ৪২৯টি। আবেদনের প্রেক্ষিতে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ২৩ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। এছাড়া ১১৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। পাশাপশি ৩১৭ খাতার নম্বর পরিবর্তন হয়েছে। তবে এসব শিক্ষার্থীদের জিপিএ পরিবর্তন হয়নি।

সিলেট শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে খাতা পুনঃরায় যাচাই-বাছাই করা হয়েছে। এতে ১১৭ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। আন্তঃশিক্ষাবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত ফলাফল অনলাইনে হালনাগাদ করা হয়েছে বলেও জানান তিনি।