আইসিসি র‌্যাঙ্কিংয়ে ফারজানার রেকর্ড

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ফারজানার রেকর্ড

ছবি: সংগৃহীত

আইসিসি প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ফারজানা হক পিংকি। দুই ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে উঠেছেন তিনি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সাপ্তাহিক হালনাগাদকৃত এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে সংস্থাটি।

 

এতে দেখা গেছে, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন ফারজানা। এছাড়া অন্য কোনো টাইগ্রেস ব্যাটারই ২০-এর মধ্যেও ঢুকতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৩০তম), রুমানা আহমেদ (৫০তম) এবং মুর্শিদা খাতুন (৫৮তম) স্থানে আছে।

বোলারদের তালিকায় এগিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান। চার ধাপ এগিয়ে তিনি ৫২ নম্বরে উঠে গেছেন। এছাড়া দুই বিভাগেই এগিয়েছেন অলরাউন্ডার রিতু মনি। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে, বোলিংয়ে চার ধাপ এগিয়ে ৯০-এ অবস্থান তার।