২০০ কোটির ক্লাবে শাহরুখের ‘ডাঙ্কি’

২০০ কোটির ক্লাবে শাহরুখের ‘ডাঙ্কি’

ছবি: সংগৃহীত

শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমা ২০০ কোটি রুপি আয়ের কাছাকাছি পৌঁছে গেছে। চার দিনে এক লাফে ৪৯.৬৭ শতাংশ ব্যবসা বাড়িয়ে রোববার পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় এ সিনেমার ১৯৮ কোটি রুপির ব্যবসা করার রিপোর্ট মিলেছে। এর মধ্যে শুধু ভারতেই ১০৮ কোটি রুপির ব্যবসা করেছে ‘ডাঙ্কি’।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার কন্টেন্টই আসল ‘কিং’। বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি ‘ডাঙ্কি’ বর্তমান সময়ে বেশ প্রাসঙ্গিক। আর ঠিক সেই কারণেই রোববার রাষ্ট্রপতি ভবনেও দেখানো হয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’।

বড়দিন শেষ হওয়ার আগেই সিনেমা ২০০ কোটি রুপির ক্লাব ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, ‘ডাঙ্কি’র বাজেট অনুযায়ী আয়ের অবস্থা মন্দ নয়। এছাড়া যেহেতু ছবিটির রিভিউ ইতিবাচক, ফলে দীর্ঘ দিন ধরে এটি প্রেক্ষাগৃহে চলবে এবং সন্তোষজনক অবস্থানে উঠে আসবে।

‘ডাঙ্কি’তে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ এর বাজেট ১২০ কোটি রুপি।

গত ২১ ডিসেম্বর মুক্তির প্রথম দিনে ‘ডাঙ্কি’ আয় করে ২৯ কোটি রুপি। শুক্রবার আয় ছিলো ২০ কোটি রুপি।