হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেলেন রোমেরো

হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেলেন রোমেরো

ক্রিস্তিয়ান রোমেরো

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ক্রিস্তিয়ান রোমেরোকেও হারাল টটেনহ্যাম হটস্পার। হ্যামস্ট্রিং চোটে ভুগছেন তিনি। দলটির কোচ কোচ এনজ পোস্টেকোগ্লু বলেছেন, চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে আর্জেন্টাইন ডিফেন্ডারকে।  

প্রিমিয়ার লিগে গত শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন রোমেরো। চোট পাওয়ায় বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়। ম্যাচটি টটেনহ্যাম জেতে ২-১ গোলে। টটেনহ্যামের পরবর্তী ম্যাচ আজ বৃহস্পতিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রোমেরোর চোটের বিষয়টি নিশ্চিত করেন পোস্টেকোগ্লু।

গত নভেম্বরে চোট পেয়ে আগে থেকেই বাইরে আছেন আরেক সেন্টার-ব্যাক মিকি ফন দে ফেন। এখন রোমেরোও ছিটকে যাওয়ায় দলের সেরা দুই সেন্টার-ব্যাককে ছাড়াই খেলতে হবে টটেনহ্যামকে।
ভিন্ন ভিন্ন চোটের কারণে এছাড়া মাঠের বাইরে আছেন জেমস ম্যাডিসন, ইভান পেরিসিচ, রায়ান সেসেনিয়ন, মানোর সলোমোন, রদ্রিগো বেন্তানকুর ও অ্যাশলি ফিলিপস।ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম।