মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার করে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপি : হানিফ

মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার করে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপি : হানিফ

মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার করে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপি : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন। তাদের কর্মীরা এখন হতাশ হয়ে ঘরে উঠে যাচ্ছে। আর সাংগঠনিক কোন অবস্থান নেই তাদের। কোন কর্মসূচির উপর জনগণের কোন সমর্থন নেই। এখন শুধু মিথ্যাচার করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপি। তাও এই মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে করে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপি।

যেহেতু বিএনপি নির্বাচনে নেই তাই নির্বাচন নিয়ে বিএনপির কোন কথা বলার অধিকার নেই। যদি নির্বাচনে অংশ নিতো তাহলে নির্বাচনের ভবিষ্যত  নিয়ে কথা বলতে পারতো। এ সময় তিনি বলেন নির্বাচন অংশগ্রহণমূলক  এবং উৎসবমুখর পরিবেশে হবে। সেই অবস্থা এখন বিরাজমান। ভোটারদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে যেকোনো নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি ব্যাপক হবে বলে মনে করেন তিনি ।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল প্রসঙ্গে তিনি বলেন  তারা সকলের সাথেই বসতে পারে। এটা নিয়ে কোন সমস্যা নেই। তারা দেখতেই পারেন বাংলাদেশ সরকার অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া যথাযথ করছে কিনা। এতে দোষের কিছু নাই। আজ সকাল ১১টায় কুষ্টিয়া শহরস্থ পিটিআই রোডে নিজ বাসভবনে নিজের সংসদীয় আসনে নৌকার নির্বাচনী প্রচারনা দলের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসগর আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।