টাইগারদের সামনে আজ নতুন ইতিহাস গড়ার হাতছানি

টাইগারদের সামনে আজ নতুন ইতিহাস গড়ার হাতছানি

ফাইল ছবি

২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম কোনো ম্যাচ জিতেছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে পাওয়া সেই জয়টি ছিল সাদা পোশাকে। টেস্ট ক্রিকেটের পর অবশেষে কদিন আগেই কিউইদের ঘরের মাটিতে ওয়ানডেতেও জয় পেয়েছে লাল সবুজের দল। তারই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি সিরিজেরও প্রথম ম্যাচেই ব্ল্যাক ক্যাপসদের হারিয়েছে নাজমুল শান্তর দল।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিত জেতায় এগিয়ে গেছে বাংলাদেশ। টাইগারদের সামনে আজ তাই সিরিজ জয় নিশ্চিত করার হাতছানি। আর নিউজিল্যান্ডের মাটিতে আজকের ম্যাচটি জিততে পারলেই কিউইদের বিপক্ষে সিরিজ জিতে আরও এক ইতিহাস গড়বে বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইতে আজ সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামার আগে টাইগাররাও বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলার চ্যালেঞ্জটা উপভোগ করছে বলেই কাল জানিয়েছেন দলের সহকারী কোচ নিক পোথাস। তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ আমাদের সামনে। ছেলেদের আগের উদ্যম নিয়েই মাঠে নামতে হবে। তবে ভুলে যাবেন না তারা (নিউজিল্যান্ড) বিশ্বের অন্যতম সেরা দল। চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।’

দল শুধু বর্তমান নিয়েই ভাবছে জানিয়ে তিনি বলেন, ‘আপনি যে বল মোকাবিলা করছেন, শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের দুই বল কী হবে, তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই।’