২০২৪ সালে রেকর্ড সংখ্যক টেস্ট খেলবে বাংলাদেশ

২০২৪ সালে রেকর্ড সংখ্যক টেস্ট খেলবে বাংলাদেশ

ফাইল ছবি

ক্রিকেটে ২০২৩ সালে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেননি টাইগাররা। নিজেদের পছন্দের ফরম্যাট হলেও এবং ওয়ানডে বিশ্বকাপের বছরেও ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছিল লাল-সবুজের দল, ৩২টি ওয়ানডে খেলে জয়ের দেখা মিলেছে মাত্র ১১টিতে। প্রাপ্তির খাতায় খুব বেশি সাফল্য যুক্ত না হলেও টেস্টের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ফরম্যাটেও জয়ে শেষটা রাঙিয়েছে টাইগাররা। বিদায়ী বছরে খেলা ৩২টি একদিনের ম্যাচই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।

এদিকে ২০২৪ সালে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে এ বছর দলগুলো ওয়ানডের চেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটেই মনোযোগী থাকবে বেশি। তবে টি-টোয়েন্টির সঙ্গে এ বছর সাদা পোশাকেও বেশ ব্যস্ত সময় পার করবে টাইগাররা।

বাংলাদেশ এর আগে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি ১০টি ম্যাচ খেলেছিল। তবে এ বছর টাইগাররা রেকর্ড সর্বোচ্চ ১৪টি টেস্ট ম্যাচ খেলবে। ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসির) ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী এ বছর ৭টি দলের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে নামবে টাইগাররা।

২০২৪ সালে বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট খেলবে কেবল দুইটি দল- ইংল্যান্ড খেলবে ১৭টি এবং ভারত খেলবে ১৫টি। এ বছর বাংলাদেশ প্রথম টেস্ট খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ২টেস্টের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এছাড়াও জিম্বাবুয়ে, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এ বছর টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

২০২৪ সালে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

মার্চ ২০২৪ – প্রতিপক্ষ শ্রীলঙ্কা
ম্যাচসংখ্যা – ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি

এপ্রিল ২০২৪ – প্রতিপক্ষ জিম্বাবুয়ে
ম্যাচ সংখ্যা – ২ টেস্ট ও ৫ টি-টোয়েন্টি

অক্টোবর ও নভেম্বর ২০২৪ – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
ম্যাচ সংখ্যা – ২ টেস্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জুন ২০২৪ – উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র

২০২৪ সালে অ্যাওয়ে সিরিজে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

জুলাই ও আগষ্ট ২০২৪ – প্রতিপক্ষ আফগানিস্তান
ম্যাচ সংখ্যা – ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি

আগষ্ট ও সেপ্টেম্বর ২০২৪ – প্রতিপক্ষ পাকিস্তান
ম্যাচ সংখ্যা – ২ টেস্ট

সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৪ – প্রতিপক্ষ ভারত
ম্যাচ সংখ্যা – ২ টেস্টে ও ৩ টি-টোয়েন্টি

নভেম্বর ও ডিসেম্বর ২০২৪– প্রতিপক্ষ উইন্ডিজ
ম্যাচ সংখ্যা – ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি