জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের ইশিকাওয়া এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামির সতর্কতাসোমবার (১ জানুয়ারি) দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়। দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে বিষয়টি নিশ্চিত করেছে।সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প মধ্য জাপানের ইশিকাওয়াতে আঘাত হেনেছে। এজন্য ওই অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে। একইসাথে সম্ভাব্য আফটারশকের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, প্রায় এক মিটার উঁচু (৩ দশমিক ৩ ফুট) একটি সুনামি জাপান সাগর বরাবর পশ্চিম উপকূলের কিছু অংশে আঘাত হেনেছে। এর থেকে বড় আকারের সুনামি আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।
সূত্র : আল-জাজিরা