বিদেশী পর্যবেক্ষকরা কি আশা করে সেটা বড় বিবেচ্য বিষয় নয় : হানিফ

বিদেশী পর্যবেক্ষকরা কি আশা করে সেটা বড় বিবেচ্য বিষয় নয় : হানিফ

বিদেশী পর্যবেক্ষকরা কি আশা করে সেটা বড় বিবেচ্য বিষয় নয় : হানিফ

নির্বাচন নিয়ে বিদেশী পর্যবেক্ষকরা কি আশা করে সেটা আমাদের কাছে বড় বিবেচ্য বিষয় নয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। প্রধানমন্ত্রী বলেছেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোটকে অবাধ সুষ্ঠু করাই মুল লক্ষ্য বলে জানান তিনি। এ সময় তিনি আশা করেন বাংলাদেশের সমস্ত উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে ভোটাররা ভোট দিতে আসবেন।

বিএনপির আত্মঘাতী সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সরকার ও প্রশাসন কতটুকু সতর্ক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি সন্ত্রাসী কর্মকান্ড করার আগে এর পরিণতি যেন ভাবে। বিএনপির পূর্বের নাশকতার জন্য তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে তিনি জানান। ভবিষ্যতে যদি নাশকতা কেউ করে তাদের পরিণতও খুব ভয়াবহ হবে। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমানিত  হলে তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

আজ ১লা জানুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়া শহরস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ আকম সরোয়ার জাহান বাদশা , জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসগর আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।