সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব

সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব

র‌্যাবের হাতে আটক শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আবুল হাসনাত

রাজধানীর গুলশান-২-এ অবস্থিত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব। রোববার (১৯ জুলাই) দুপুরে ৩ টা থেকে করোনার চিকিৎসায় হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। অভিযানে অসহযোগিতা করায় বিকেল ৫টার দিকে হাসপাতালের উপ-পরিচালক ডা. আবুল হাসনাতকে গ্রেফতার করা হয়েছে।

হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, করোনার র‌্যাপিড কিট টেস্ট, অ্যান্টিবডি নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত করোনা ফি এর চেয়ে বেশী টাকা নিচ্ছে তার। অনুমোদনহীন এন্টি বডি কিট ব্যবহার করছে হাসপাতালটি। পিসিআর ল্যাবের অনুমোদোন থাকলেও তাদের কোন মেশিন বসনো হয় নি।

কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীদের চিকিৎসায় যুক্ত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম ৫০০ শয্যার সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে।