পাবনায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত : প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

পাবনায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত : প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

ছবি : সংবাদাতা

পাবনায় বন্যার পদধ্বনি। গত কয়েকদিনে যমুনার পানি ও পদ্মার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বন্যাভাব সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। তবে তা এখন পর্যন্ত বাধের বাইরে। 

পাবনায় যমুনা নদীর পানি আজ রোববার (১৯ জুলাই) আগের দিনের চেয়ে ১ সেন্টিমিটার বেড়ে নগরবাড়ীর মথুরা পয়েন্টে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে বেড়া উপজেলার বাধের   বাইরে বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও  জেলার অভ্যন্তরীণ  নদ-নদীর (শাখা) পানি বেড়ে জেলার বিভিন্ন জায়গায়ও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন বিকেল ৫টায় এ প্রতিনিধিকে জানান, “শনিবার নগরবাড়ীর মথুরা পয়েন্টে ৫৯ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ রোববার ১ সেন্টিমিটার বেড়ে ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।”

এই পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আরো বলেন,“ পদ্মার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে পানির ডেঞ্জার  লেভেল ১৪ দশমিক ৩৩ সেন্টিমিটার। আজ রোববার (১৯ জুলাই ) দশমিক ৬৭ সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।”

এদিকে  পদ্মার পানি ডেঞ্জার লেভেলের নীচ দিয়ে পানি প্রবাহিত হলেও নদী তীরবর্তী বহু এলাকা প্লাবিত হয়ে গেছে বলে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন  ও সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যনদ্বয় যথাক্রমে অনিছুর রহমান শরীফ এবং এমদাদুল হক রানা এ প্রতিনিধিকে জানান,“ পদ্মায় পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী বহু গ্রাম অনেক আগেই প্লাবিত হয়েছে।

এদিকে পদ্মার পানি বেড়ে যাওয়ায় সুজানগর উপজেলার কয়েকটি ইউনিয়নের  কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। পানির প্রবল স্রোতে বেশ কয়েকটি গ্রাম্যঅবকাঠামো ভেঙ্গে গেছে বলে স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী জানিয়েছেন।