হোম কোয়ারেন্টাইনে রেখেই হজের প্রথম ধাপ শুরু

হোম কোয়ারেন্টাইনে রেখেই হজের প্রথম ধাপ শুরু

ফাইল ছবি

বিশ্ব জুড়ে মুসলিম জনবহুল দেশগুলি পরপর হজ বাতিল করায় মনে করা হচ্ছিল চলতি বছর এই ধর্মীয় জমায়েত হওয়া সম্ভব না। পরে সৌদি আরব সরকার জানায়, সীমিত আকারে হজ হবে। মাত্র ১০ হাজার জন এতে অংশ নেবেন। সেই মতো শুরু হল হজ।

আল জাজিরা, আরব নিউজ এবং বিবিসি সূত্রে জানা যায়, হজের প্রথম ধাপে ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর শুরু হবে মূল পর্ব।

রিপোর্টে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে এই বছর শুধু সৌদি আরবের নাগরিক এবং সেখানো থাকা বিভিন্ন দেশের মুসলমান ধর্মাবলম্বীদের ১০ হাজার জন হজ করবেন।

সৌদি সরকারের নিয়মে বলা হয়েছে, সাত দিনের কোয়ারেন্টাইন শেষে মক্কায় এসে আরও চার দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে হজ যাত্রীদের। তারপর আরাফাতের ময়দান ও মক্কায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

করোনা সংক্রমণের কারণে হজ যাত্রীদের জন্য প্রবল কড়াকড়ি নিয়ম জারি করেছে সৌদি সরকার। প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ।

সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, নিয়ম ভাঙলেই ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা হবে। যাত্রীদের জন্য থাকছে বিশেষ চিকিৎসা ব্যবস্থা।