ইলিয়াসের নামে ভোট না চাওয়ার আহ্বান লুনার

ইলিয়াসের নামে ভোট না চাওয়ার আহ্বান লুনার

সংগৃহীত

সরকারের পাতানো নির্বাচনে এমপি হতে সিলেট-২ আসনে ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর নামে ভোট চেয়ে জনগণের সাথে প্রতারণা না করার আহ্বান জানিয়েছেন তার সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। 

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, নির্বাচনি বৈতরণী পাড়ি দেওয়ার জন্য অনেকে দাবি করছেন যে ভোট বা সর্মথনের বিষয়ে আমার সাথে কথা হয়েছে। যা আদৌ সত্য নয়। ভোটারদের মধ্যে আবেগীয় কথা বলে প্রতারণার মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করছেন তারা। 

এ বিষয়ে সিলেট-২ আসনের সর্বস্তরের জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে লুনা আরও বলেন, বিএনপি যেখানে বর্তমান সরকারের অধীনে আগামী ৭ই জানুয়ারির পাতানো নির্বাচন (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) বর্জন করেছে, সেখানে আমি কিভাবে নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিদের সাথে কথা বলব কিংবা পাতানো ওই নির্বাচনে জনসাধারণকে ভোট দেওয়া কথা বলব। দলের সাথে আমি (লুনা)’সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীও সরকারের ওই পাতানো নির্বাচন বর্জন করেছেন। তাই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেউ ভোট সেন্টারের যাবেন না, ভোটও দিবেন না।