আইএফএফএইচএসের বর্ষসেরা দলে নেই রোনালদো

আইএফএফএইচএসের বর্ষসেরা দলে নেই রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) ফুটবলের বর্ষসেরা দল ঘোষণা করেছে। এই দলে জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। কদিন আগে এই সংস্থাটি ২০২৩ এর সেরা দশ জন ফুটবলারের নামের তালিকাও প্রকাশ করেছিল। সেই তালিকাতেও ছিল না পর্তুগীজ মহাতারকার নাম।

তবে রোনালদো না থাকলেও এ তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। সংস্থাটির ঘোষিত বছরের সেরা একাদশে মেসিই একমাত্র ফুটবলার যিনি বর্তমানে ইউরোপের বাইরের ফুটবল ক্লাবে খেলেন। বাকি দশজনই খেলেন ইউরোপিয় ক্লাবে।

মেসি ছাড়াও বর্ষসেরা একাদশে আছেন সময়ের সেরা তিন তারকা কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ড এবং হ্যারি কেইন। এই দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ব্রাজিলের এডারসন।

বর্ষসেরা একাদশে মধ্যমাঠ সামলানোর দায়িত্বে মেসির সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা এবং রদ্রি।  

বছরের সেরা ১০ ফুটবলারের তালিকায় নিজের নাম না পেয়ে আইএফএফএইচএসের এ সংক্রান্ত একটি পোস্টে অট্টহাসির ও লজ্জায় হাত দিয়ে চোখ ঢাকার ইমোজি দিয়ে ব্যঙ্গ করেছিলেন রোনালদো।