গাজীপুরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

গাজীপুরে পানিতে ডুবে  ৪ শিশুর  মৃত্যু

প্রতিকী ছবি

গাজীপুর বৃষ্টির পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে  ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো- নেত্রকোনা জেলার বারহাট্টা থানার জাউয়াইল এলাকার তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া (৯) ও ছেলে ইব্রাহিম (৬), বগুড়ার সোনাতলা থানার চামুরপাড়া এলাকার জিয়াউল ইসলামের মেয়ে মিষ্টি (১০) এবং একই থানার সুজায়েতপুর এলাকার শামীমের ছেলে ফরহাদ (৬)।

নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বৃষ্টির সময় নিহত চার শিশু তাদের বাড়ির পাশে খেলতে যায়। এরপর বেলা গড়িয়ে বিকেল আসলে তারা আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ওই শিশুদের খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে ওই শিশুদের পায়ের জুতা দেখতে পায়। এরপর স্থানীয়দের সহায়তায় ডোবার পানিতে খুঁজতে থাকে। একপর্যায়ে একে একে চারজনের লাশ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে শিশুদের লাশ বিনা ময়নাতদন্তেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।