কুষ্টিয়ায় পারিবারিক বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় পারিবারিক বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

প্রতিকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধ থাকায় ধান কাটার সময় সংঘবদ্ধ হামলায় ইউনুস আলী শেখ নামে একজন নিহত হয়েছেন। শনিবার উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইউনুস সেখানকার খোর্দ্দবনগ্রামের মৃত আকবর শেখের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।তবে হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

নতুন করে সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। নিহত ইউনুসের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, ছেলে-মেয়ের সম্পর্ক নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ও ধান কাটা নিয়ে সংঘর্ষে ইউনুস আলী নামে একজন নিহত হয়েছেন।এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।