চীনের শিনজিয়ান শহরে ফের করোনা ভাইরাসের হানা

চীনের শিনজিয়ান শহরে ফের করোনা ভাইরাসের হানা

ছবিঃচীনে করোনা ভাইরাসের হানা

ক্রমেই করোনার প্রকোপ মাত্রা ছাড়ালেও বিজ্ঞানীদের গবেষণার ফলে আশার আলো দেখতে শুরু করেছে গোটা বিশ্ব। তবে তার মধ্যেও চীনে ফের হামলা করল এই নোভেল করোনা ভাইরাস। জানা গিয়েছে চীনের শিনজিয়ান শহরে ফের হানা দিয়েছে এই ঘাতক ভাইরাস। ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে তৎপরতা। তবে ফের এই আক্রমনে আতঙ্কিত মানুষ।

ইতিমধ্যে বিশ্বজুড়ে কার্যত ত্রাস হয়ে দেখা দিয়েছে এই ঘাতক ভাইরাস। তবে সব থেকে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে চীনের ওই শহরে নতুন করে ১৭ জনের আক্রান্তের খবর সামনে এসেছে। পাশপাশি এখনও পর্যন্ত মোট ৪৭ জন এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে শহরের রাজধানী উরুমকি প্রশাসনের তরফে এই সংক্রমণ রোখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পরিবহনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশপাশি চলছে সতর্কতা। পাশপাশি নতুন করে আরও পাঁচজনের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। যেহেতু শিনজিয়ান শহরটি যথেষ্ট বিস্তৃত সেই কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।