মুখে স্প্রে করলে ২০ মিনিটে মরবে করোনা

মুখে স্প্রে করলে ২০ মিনিটে মরবে করোনা

ছবিঃ সংগৃহীত

রোনা যখন গোটা বিশ্বের উপর থাবা আরও জোরালোভাবে বসাচ্ছে, তখন মুক্তি পথ খুঁজছেন বিশেষজ্ঞরা। কোথাও চলছে ভ্যাক্সিনের খোঁজ, কোথাও চলছে ওষুধের খোঁজ। এরই মধ্যে একাধিক অভিনয় উপায়ের কথা বলছেন বিশেষজ্ঞরা।

সুইডিশ সংস্থা ‘এ্যানজায়মেটিকা’ দাবি করেছে যে, তাদের তৈরি মাউথ স্প্রে ‘কোল্ড জাইম’ করোনার প্রকোপ কমাতে পারে অনেকটা। মাত্র ২০ মিনিটে ৯৮.৩ শতাংশ ভাইরাস মারতে পারে বলে দাবি করেছে ওই সংস্থা। ল্যাব টেস্টে দেখা গিয়েছে যে, ওই স্প্রে মুখে দিলে তা করোনার সুরক্ষাকবচ তৈরি করতে পারে।

ওই মাউথ স্প্রে গ্লাইসেরল ও আটলান্টিক কড ট্রাইপসিন দিয়ে তৈরি হয়। সেই স্প্রে দিয়ে একটি পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় দেখা গিয়েছে, একধাক্কায় ৯৮.৩ শতাংশ ভাইরাস মেরে ফেলছে মাত্র ২০ মিনিটে।

উল্লেখ্য, এর আগে পরীক্ষা দেখা গিয়েছিল যে, আরও ভাইরাসের থেকেও সুরক্ষা দিতে পেরেছিল এই মাউথ স্প্রে। গবেষকরা জানাচ্ছেন শুধু কোভিড নয় আরও অনেক ভাইরাসের ক্ষেত্রেই সমান কার্যকরী হতে পারে এই স্প্রে।

সংস্থার দাবি, উপসর্গ তৈরি হওয়ার আগে মুখে স্প্রে করলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কমে যায়। মুখ ও গলায় স্প্রে করা হলে সংক্রমণের সম্ভাবনা কমে অনেকটাই।