সাড়ে ৬ হাজারে বিক্রি হলো এক ইলিশ

সাড়ে ৬ হাজারে বিক্রি হলো এক ইলিশ

ছবিঃ সংগৃহীত।

পটুয়াখালীর কুয়াকাটায় বেল্লাল নামের এক জেলের জালে ধরা পড়া একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ছয় হাজার টাকায়।মাছটির ওজন এককেজি ৯৪০ গ্রাম।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে মুন্নী ফিশের মাধ্যমে নিলামে ছয় হাজার ৬২৫ টাকায় কিনে নেন খলিলুর রহমান নামের এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি মাছটিকে বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের গঙ্গামতির তীরবর্তী এলাকায় জেলে বেল্লাল সকালে জাল তুলতে গেলে তার জালে ইলিশ মাছটি পাওয়া যায়। পরে বিক্রির জন্য বাজার নিয়ে আসেন।

মাছটি পেয়ে যারপরনাই খুশি জেলে বেল্লাল মাঝি। তিনি বলেন, ‘একটি মাছ সাড়ে ছয় হাজার টাকা বিক্রি করেছি। এর চেয়ে বেশি আর খুশির খবর হতে পারে না।’

হাসিব ফিশের ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান বলেন, ‘এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে কিনে বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। একটু বেশি দাম পেলে বিক্রি করে দেবো।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। এটাকে বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি আমরা।’