টেসলাকে পেছনে ফেলে এগিয়ে গেল চীনের বিওয়াইডি

টেসলাকে পেছনে ফেলে এগিয়ে গেল চীনের বিওয়াইডি

ছবি: সংগৃহীত

গত বছর চীনের শীর্ষ বিক্রীত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্র্যান্ড ছিল বিওয়াইডি। বিশ্বের গাড়ির বাজারে চীনা ব্র্যান্ডটি যুক্তরাষ্ট্রের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলাকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে টেসলার চেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে। 

বিবিসির সংবাদ অনুযায়ী, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে ৫ লাখ ২৬ হাজার বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি করেছে। তবে ২০২৩ সালে সামগ্রিকভাবে টেসলার মোট বিদ্যুচালিত গাড়ির বিক্রির পরিমাণ বেশি। টেসলা জানিয়েছে, প্রতিষ্ঠানটি ২০২৩ সালে মোট ১৮ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি করেছে। চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৪ লাখ ৮৪ হাজার ৫০০ ইউনিট বিক্রি করেছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে ২০২৩ সালের শেষে বিক্রয় পরিমাণ ভালো ছিল। তবে টেসলা জানিয়েছে, তাদের প্রত্যাশার তুলনায় বিক্রি কমেছে। 

২০২৩ সালের জানুয়ারিতে ইলন মাস্ক আশাবাদ ব্যক্ত করে জানিয়েছিলেন, টেসলা ২০২৩ সালে প্রায় ২০ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি করতে পারে। গত বছর টেসলা ক্রেতাদের আকৃষ্ট করতে বেশ কয়েক বার তাদের গাড়ির দাম কমিয়েছে। বিওয়াইডির বিক্রি বৃদ্ধির মাধ্যমে বিদ্যুচ্চালিত গাড়ির বাজার কতটা প্রতিযোগিতাপূর্ণ তা স্পষ্ট হয়ে উঠেছে। বিওয়াইডি জানিয়েছে, ২০২৩ সালে তারা ৩০ লাখেরও বেশি বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি বিক্রি করেছে।