চট্টগ্রামে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংগৃহীত

চট্টগ্রামে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৩০ মিনিট আরাকান সড়ক দখল করে রাখে বিএনপির কর্মী-সমর্থকরা।

রবিবার সকাল পৌনে ৮টায় আরাকান সড়কে চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোট শুরু হওয়ার আগে আরাকান সড়কে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এসময় সড়কের ওপর টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। বিস্ফোরণ ঘটাতে থাকে ককটেল। ৩০ মিনিট বিজিবি এবং পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পিছু হঠে বিএনপি নেতাকর্মীরা।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, বিএনপি- জামায়াত নির্বাচন বানচাল করতে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।