লালমনিরহাট-২ আসনে জাপা প্রার্থীর ভোট বর্জন

লালমনিরহাট-২ আসনে জাপা প্রার্থীর ভোট বর্জন

সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে ভোটার উপস্থিতি অনেকটাই কম। দুপুর ২টা পর্যন্ত জেলা সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে, লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দুপুর ১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, ভোটে ব্যাপক অনিয়ম, জাল ভোট ও পেশীশক্তির প্রয়োগ হচ্ছে। বিষয়গুলো প্রশাসনের দৃষ্টিতে আনা হলেও তারা কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি। এভাবে তো আর ভোটে থাকা যায় না।

সকাল ১১টায় খাতাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৮২টি ভোট কিন্তু তখন পর্যন্ত কেন্দ্রটিতে ভোট দিয়েছেন ২৯০ জন ভোটার। 

আদিতমারী উপজেলার সারপুকুর চওরাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টায় গিয়ে কথা হয় আজাদুর রহমান (৫৫) নামের এক ভোটারের সাথে। তিনি বলেন, এখন পর্যন্ত তিনি তার ভোটটি দেননি। কেন দেননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট দিয়া কি হইবে! যায় (যিনি) হবার তায় (তিনি) তো হইবে। ওই সময় পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ৯২০টি। কেন্দ্রটিতে মোট ভোট ৪২০৭। 

তবে সাড়ে বারটার দিকে ফলিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। কেন্দ্রের বাইরে উৎসুক মানুষ জটলা করে আছে। তবে কেন্দ্রে ভোটারদের লাইন না থাকলেও লোকজন আসছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা দিলীপ কুমার রায়। তিনি জানান, এখন পর্যন্ত কেন্দ্রটিতে শতকরা ২০ভাগ ভোট দিয়েছে ভোটাররা।