'আশঙ্কায় আছি, আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি না'

'আশঙ্কায় আছি, আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি না'

'আশঙ্কায় আছি, আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি না'

সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন।

রংপুরে ভোট দেয়ার পর তিনি স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ''আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কি না। এটা নিয়ে আমরা একটু শঙ্কিত।''

''প্রায় সব ভোটকেন্দ্রের বাইরে একটা তাণ্ডব, একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের কিছু সমর্থক বা কিছু কর্মী দিয়ে। এমন একটা পরিস্থিতি যে ভোট ডাকাতির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে ওখানকার লোকজন মনে করছে।''

''ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এজেন্টদের কাগজপত্র কেড়ে নেয়া হচ্ছে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এগুলো ঘটেছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, যেখানে যতটুকু জানানো যায়। তবে ওখানকার মানুষজন অস্বস্তিতে আছে যে ভোট সঠিক হবে কিনা, ভোট দেওয়ার পরে কী হবে, মানুষজন আশাবাদী হতে পারছেন না। অনেক জায়গা থেকে আবার পিসফুল খবর পাওয়া যাচ্ছে।''

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ''এখন তো আমরা নির্বাচনে এসে গেছি। এখন তো আর বর্জন করার কোন স্কোপ নেই। ইলেকশনের পরে ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।''নির্বাচন কেমন হচ্ছে, সেটা জানতে চাওয়া হলে তিনি বলেন, ''লক্ষণ ভালো দেখছি না কিছু কিছু ক্ষেত্রে। সব জায়গায়ই ভালো হওয়ার কথা ছিল। এই ধরনের সুযোগ সৃষ্টি করারই কোন কথা ছিল না, স্বাভাবিক কথা নয়।''

সূত্র : বিবিসি