ইসরাইলকে হিজবুল্লাহর সাথে সঙ্ঘাত এড়িয়ে চলার পরামর্শ যুক্তরাষ্ট্রের

ইসরাইলকে হিজবুল্লাহর সাথে সঙ্ঘাত এড়িয়ে চলার পরামর্শ যুক্তরাষ্ট্রের

ইসরাইলকে হিজবুল্লাহর সাথে সঙ্ঘাত এড়িয়ে চলার পরামর্শ যুক্তরাষ্ট্রের

ইসরাইলকে হিজবুল্লাহর সাথে সঙ্ঘাত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার (৭ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) সূত্রে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরাইলকে হিজবুল্লাহর সাথে সঙ্ঘাত জড়ানোর বিষয়ে ব্যক্তিগতভাবে সতর্ক করেছে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।প্রতিবেদনে আরো বলা হয়, ইসরাইল সম্ভবত হিজবুল্লাহের সাথে কুলিয়ে ওঠতে পারবে না। কারণ, তখন তাকে একইসাথে দুটি ফ্রন্টে কাজ করতে হবে। ফলে ফ্রন্টগুলোতে পর্যাপ্ত বাহিনী সরবরাহ করতে পারবে না।

আল জাজিরা জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের সূত্রে ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩০ বার ইসরাইল-হিজবুল্লাহ সংঘর্ষ বেঁধেছে।সূত্রটি আরো জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সাথে যুদ্ধ বাধিয়ে দিতে পারে। এটিকে তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার উপায় হিসেবে নিতে পারেন।

সূত্র : আল জাজিরা