বিপুল ভোটে জয়ী এ. কে. আজাদ

বিপুল ভোটে জয়ী এ. কে. আজাদ

সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৬ জন প্রার্থী। ১৫৪ কেন্দ্রের মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮২৪, বাতিল ভোট ২ হাজার ২০০, সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ১৩ হাজার ২৪টি। আর প্রদত্ত ভোটের শতকরা হার ৫২ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়া আরও প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ কংগ্রেসের মুঈদ হোসেন আরিফ (ডাব), তিনি পেয়েছেন ৪৪১ ভোট, জাতীয় পার্টির এস, এম, ইয়াহিয়া (লাঙ্গল), তিনি পেয়েছেন ৫৮৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খাঁন (নোঙ্গর), তিনি পেয়েছেন ২৯২ ভোট।

আর বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন একতারা প্রতীকে পেয়েছেন ৩২১ ভোট।