এবারো গুচ্ছেই থাকছে বশেমুরবিপ্রবি

এবারো গুচ্ছেই থাকছে বশেমুরবিপ্রবি

ছবি: সংগৃহীত

দফায় দফায় একক ভর্তি পরীক্ষার দাবি জানানো হলেও আবারো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতাভুক্ত থাকছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)।

রোববার ইউজিসি ভবনে গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। এবারের ভর্তি পরীক্ষার আহ্বায়কের দায়িত্ব পালন করবেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। 

এর আগে গত বছরে দফায় দফায় বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতি নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ফিরে আসার দাবিতে অনড় থাকার ঘোষণা দেয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা একই দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের ২৮তম অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বিবেচনা করে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে আসার দাবি জানায়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, আমাদের শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে চেষ্টা করলেও বাধ্য হয়েই আমাদের এ পদ্ধতিতে থাকতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।