মানিকগঞ্জে ১৫০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

মানিকগঞ্জে ১৫০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দেড়শ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই উৎসবকে কেন্দ্র করে বেড়াতে এসেছেন অনেকে।  

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কালাচঁদপুর বটতলায় গ্রামবাসীর উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ ঘোড়দৌড় প্রতিযোগিতার সময় গ্রামীণ মেলারও আয়োজন করা হয়। এ মেলাকে কেন্দ্র করে গ্রামে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনেকে এ সময় বেড়াতে আসেন। ওই সময় বেড়াতে আসা আত্মীয়-স্বজনদের জন্য হরেক রকমের পিঠাপুলির আয়োজন করা হয়।

এই ইউনিয়নের কালাচাঁদপুর বটতলা থেকে শুরু হয়ে সোদঘাটা স্কুল পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলাসহ, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জ থেকে আসে ৫০টি ঘোড়া। এসব জায়গা থেকে আসা প্রতিযোগীরা এ ঘোড়দৌড়ে অংশ নেন। এ ঐতিহ্যবাহী উৎসবটি দেখে ছোট-বড় সবাই আনন্দ পান।