তাপমাত্রা ১৭ নয়, ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

তাপমাত্রা ১৭ নয়, ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

তাপমাত্রা ১৭ নয়, ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। কষ্ট হচ্ছে স্কুলে যেতে। এরই প্রভাবে স্কুল পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুল খায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্বে ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এটি পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূর্বের চিঠি পরিবর্তন করে আজকেই নতুন চিঠি দেয়া হবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনও একই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসলে প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হবে। শিগগিরই তা জানিয়ে দেয়া হবে।