ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ৩১ রোহিঙ্গা আটক

ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ৩১ রোহিঙ্গা আটক

ফাইল ছবি

কাঁটাতারের বেড়া ও কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজের সামনে এপিবিএন কর্তৃক স্থাপন করা অস্থায়ী তল্লাশি চৌকি ফাঁকি দিয়ে বেরিয়ে আসার সময় উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে ৩১ জন রোহিঙ্গা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চৌকি স্থাপন করে তাদের (রোহিঙ্গা) আটক করে থানা পুলিশ।

রোহিঙ্গা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, মঙ্গলবার (১৬ জানুয়ারি) উখিয়ার বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ৩১ রোহিঙ্গাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। একইদিন রাতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতিনিয়ত কাজের সন্ধানে উপার্জনের লক্ষ্য নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ছে রোহিঙ্গারা। তারা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা ডিঙিয়ে সুকৌশলে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় । দলে দলে বেরিয়ে আসা এসব রোহিঙ্গাদের প্রধান টার্গেট পাহাড়ি জায়গায় পূর্বে থেকে বসবাস করা রোহিঙ্গা আত্নীয় স্বজনদের সাথে বসতি গড়ে তোলা এবং কর্মের সন্ধান করা।