চাল ও গমের দাম কমানোর চেষ্টা করে যাচ্ছি : খাদ্যমন্ত্রী

চাল ও গমের দাম কমানোর চেষ্টা করে যাচ্ছি : খাদ্যমন্ত্রী

চাল ও গমের দাম কমানোর চেষ্টা করে যাচ্ছি : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল ও গমের দাম কমাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ থেকে প্রভাব পড়তে শুরু করেছে অর্থাৎ দাম কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, অভিযান সবসময়ই চলবে। সমস্যা থাকবেই, সেই সুযোগে কারসাজি মেনে নেয়া যায় না। চলতি মাস শেষে ও সামনের মাসের শুরুতে বাজার আরো বোঝা যাবে। কারণ বেশিরভাগ মানুষের বেতন ওই সময়ে হয়।

তিনি বলেন, গম মূলত রাশিয়া থেকেই কেনা হয়। রাশিয়ায় অধিকাংশ গম উৎপন্ন হয় মূলত জুন-জুলাইয়ের দিকে। সেক্ষেত্রে আগামী অর্থবছরেই কিনতে হবে। প্রস্তুতি শুরু হবে এপ্রিলে। তবে চাইলে এখনই চাহিদামতো আমদানি করা যাবে।মন্ত্রী বলেন, চলমান শীতে, বিশেষ করে তীব্র কুয়াশায় বীজতলা নষ্ট হচ্ছে এবং ধান শুকাতে ঝামেলা হচ্ছে। এদিকে আজ থেকে চালের দাম নিয়ন্ত্রণে আট বিভাগে অভিযান চালানো হবে। এ সময় কোনো মজুদ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।