এক ঘন্টা চেষ্টার পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

এক ঘন্টা চেষ্টার পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত

রাজধানীর চকবাজারের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (২০ জানুয়ারি) সোলায়মান টাওয়ারে নিচতলায় দুইটি দোকানে লাগা এ আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পরেই লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুনের সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটির নিচতলায় দুটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন আনোয়ারুল ইসলাম।