উন্নয়ন কাজের অগ্রগতি জানতে চেয়ে দক্ষিণ সিটির চিঠি

উন্নয়ন কাজের অগ্রগতি জানতে চেয়ে দক্ষিণ সিটির চিঠি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন উন্নয়ন কাজ, কর্পোরেশন সভাগুলোয় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।

চিঠিতে সচিব আকরামুজ্জামান উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম কর্পোরেশন সভায় উপস্থাপনের জন্য নানা বিষয়, প্রস্তাবনা ও বিগত কর্পোরেশন সভাগুলোর বাস্তবায়নাধীন সিদ্ধান্তগুলোর (একবিংশ কর্পোরেশন সভা পর্যন্ত) অগ্রগতি প্রতিবেদন করতে হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম কর্পোরেশন সভা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে