লাল কার্ডের পর কড়া শাস্তি কিংসের গফুরভের

লাল কার্ডের পর কড়া শাস্তি কিংসের গফুরভের

ছবি: সংগৃহীত

এএফসি কাপের শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের উজবেকিস্তানের মিডফিল্ডার আশরোর গফুরভ লাল কার্ড দেখেছিলেন। সেই লাল কার্ড নিয়ে বেশ বিতর্কের জন্ম হয়। বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ ম্যাচ চলাকালে এবং পরবর্তীতে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ করেন ওই ঘটনায়। 

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি উজবেক ফুটবলার আশরোর গফুরভের ১১ ডিসেম্বর ম্যাচের অপরাধকে গুরুতর বিবেচনা করে এএফসির টুর্নামেন্টে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি এক হাজার মার্কিন ডলার আর্থিক জরিমানাও করেছে মহাদেশীয় সংস্থাটি। গফুরভকে জরিমানার অর্থ ১৫ জানুয়ারি থেকে পরবর্তী এক মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। গফুরভের ক্লাব বসুন্ধরা কিংস এএফসির চিঠি পেয়েছে আনুষ্ঠানিকভাবে। 

এর আগে গফুরভের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। এরপরও গফুরভের ওপর কড়া শাস্তি আরোপ করেছে এএফসি। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচের তদন্ত দাবি করা কোচ অস্কার ব্রুজনকে অবশ্য শাস্তি দেয়নি এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।