কুমিল্লায় ছাত্রীর হিজাব কেটে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

কুমিল্লায় ছাত্রীর হিজাব কেটে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের মীরুন নাহার বেগম নামে এক শিক্ষিকার বিরুদ্ধে ওই কলেজের এক ছাত্রীর হিজাব কেটে ছোট করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন নার্সিং ও মিডওয়াইফারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বনশ্রী ধরের হিজাব কেটে দেয় ওই কলেজের শিক্ষিকা ও ইন্সট্রাক্টর মীরুন নাহার বেগম। এ ঘটনার প্রতিবাদে বুধবার কলেজের তিন শতাধিক শিক্ষার্থী আন্দোলনে নামে এবং তারা ক্লাস বর্জন করে প্রধান ফটকে তালা লাগিয়ে বাইরে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনার বিচার দাবি করে। 

তবে ঘটনার বিষয়ে শিক্ষিকা মীরুন নাহার বেগম বলেন, আমি কলেজের কিছু নিয়ম-কানুনে কড়াকড়ি আরোপ করেছিলাম এবং লম্বা হিজাব পরে শিক্ষার্থীদের প্রশিক্ষণের সমস্যা হওয়ায়, কাজের সুবিধার্থে ওই ছাত্রীর হিজাবটি আংশিক কেটে দিয়েছি এবং সবাইকে তা অনুসরণ করতে বলেছি মাত্র। 

তিনি বলেন, এ ঘটনায় ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদেরকে মাঠে নামানো হয়েছে। 

কলেজের অধ্যক্ষ আকবরী খানম বলেন, আমি ঢাকায় ছিলাম। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।