সাতক্ষীরায় ১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সাতক্ষীরায় ১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ফাইল ছবি

ঘন কুয়াশা সাথে হিমেল হাওয়ায় শী‌তের তীব্রতার মা‌ঝেই রাতে সাতক্ষীরা জেলার বি‌ভিন্ন স্থা‌নে কম বেশি বৃ‌ষ্টি হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১.৪ মিলিমিটার। বৃষ্টির কারণে সকাল থেকে ঘন কুয়াশা কমেছে একই সাথে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতার পরিমান ছিল ৯৭ শতাংশ।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণ সাথে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানান এই কর্মকর্তা।  

এ দিকে তীব্র শীতে বিশেষ করে ছিন্নমূল মানুষ চরম বিপাকে পড়েছেন। সাতক্ষীরায় ২২ লাখ মানুষের মধ্যে ছিন্নমূলসহ নিম্ন আয়ের মানুষের সংখ্যা প্রায় ৫ লাখের উপরে।