পদ্মভূষণে ভূষিত মিঠুন চক্রবর্তী

পদ্মভূষণে ভূষিত মিঠুন চক্রবর্তী

ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখনও তার কদর রয়েছে টালিউড বা বলিউডে। ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। এবার তার মুকুটে যুক্ত হলো নতুন পালক। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়েছে মিঠুনকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

গত কয়েক দশক ধরে হিন্দি এবং বাংলায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন মিঠুন চক্রবর্তী। কখনও ডিস্কো ডান্সার নাচ দিয়ে ভারতীয় ছবির ডান্স পারফরম্যান্সে বিপ্লব ঘটিয়েছেন তো তখনও বাবার ভূমিকাতেও হয়ে উঠেছে হিরো। চলচ্চিত্রে এ অবদানের জন্য তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়েছে। তিনি ছাড়াও আরও ১৬ জনকে এ পদকে ভূষিত করা হয়েছে।

এছাড়া এ বছর পাঁচ জনকে সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে। দক্ষিণী তারকা চিরঞ্জীবী, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, তামিলনাড়ুর বৈজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর) এবং তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম পেয়েছেন এই সম্মান।