রোচের বোলিং তোপে কাঁপছে অজিরা

রোচের বোলিং তোপে কাঁপছে অজিরা

ছবি: সংগৃহীত

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬৪ রানে ৫ উইকেট হারানোর পর ক্যারিবীয়দের ম্যাচে ফেরান কেভাম হজ-জশুয়া দা সিলভা জুটি, দুজন মিলে গড়েন ১৪৯ রানের জুটি। 

এরপর ব্যাট হাতে ঝলক দেখান কেভিন সিনক্লেয়ার, তাঁর ৫০ রানের ইনিংসের সুবাদেই আজ দ্বিতীয় দিনে ৩১১ রান করে প্রথম ইনিংসে অলআউট হয় ক্রেইগ ব্রেথওয়েটের দল। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অজিরা। কেমার রোচের বোলিং তোপে ২৪ রান তুলতেই ৪ উইকেট নেই প্যাট কামিন্সের দলের।

ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রানে অল আউট হওয়ার অজিদের হয়ে ব্যাট হাতে সূচনা করেন স্টিভেন স্কিথ এবং উসমান খাজা। প্রথম ওভারের পঞ্চম বলেই রোচের বলে বাউন্ডারি হাঁকিয়ে দারুণ কিছুর আভাসই দিয়েছিলেন স্মিথ। তবে এরপরের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন এই ওপেনার।

এরপর দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরতে মার্নাস লাবুশেনকেও। আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ হয়ে ৩ রানে লাবুশেন আউট হলে মাঠে নামেন ক্যামেরন গ্রিন। তবে তিনিও আজ দলকে হতাশ করেছেন। ১৪ বলে ৮ রান করে রচের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন।

গ্রিন ফেরার পরের বলেই ট্রাভিস হেডকেও সাজঘরের পথ দেখান রোচ। সদ্যই কোভিড থেকে সেরে ওঠা হেড ফিরেছেন শূন্য রানে। ফলে ২৪ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে অজিরা।