চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা প্রদান

চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা প্রদান

সংগৃহীত ছবি

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে অসহায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে চান্দ্রা বাজার ব্লাড ডোনার কমিউনিটি সেচ্ছাসেবী সংগঠনটি এই চিকিৎসা সেবার আয়োজন করে।

গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে আসা শিশু, কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন, হৃদরোগ, হরমোন, ডায়াবেটিস, নিউরো মেডিসিনে অভিজ্ঞ ডাঃ মো: ইউসুফ খান, গাইনি চিকিৎসক ডাঃ শারমিন আলম এবং নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ ডাঃ মো: নোমান মিজি। এছাড়া ক্যাম্পে বিনামূল্যে স্থানীয় লোকদের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।

চিকিৎসা সেবার আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান, সভাপতি শাহ্ মো:মোজাম্মেল, সহ-সভাপতি ফয়সাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মীর্জা আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ সাগর, সদস্য আহম্মেদ জিহাদ, রেহমান ফয়সাল।