বিএনপিপন্থী ৭ আইনজীবীর আদালত অবমাননার শুনানি আজ

বিএনপিপন্থী ৭ আইনজীবীর আদালত অবমাননার শুনানি আজ

ফাইল ছবি

বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের ওপর শুনানি করা হবে আজ। এর আগে গত ১৫ জানুয়ারি এ বিষয়ে আপিল বিভাগে শুনানি করা হয়েছিল।

সোমবার (২৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে। আজ শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের ৪ নং ক্রমিকে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী মো. মাকসুদ উল্লাহ।

শোক দিবসের অনুষ্ঠানে ‘আমরা বাংলাদেশের বিচারপতিরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ’- আপিল বিভাগের এক বিচারপতির এমন বক্তব্যকে কেন্দ্র করে মিছিল-স্লোগান-সভা অব্যাহত রাখায় বিএনপিপন্থী কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে ২৯ আগস্ট আদালত অবমাননার আবেদন করেন আইনজীবী মোহাম্মদ নাজমুল হুদা।

পরে ১৫ নভেম্বর আপিল বিভাগ সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপিপন্থী সাত আইনজীবীকে তলব করেন। সে অনুযায়ী ওই সাত আইনজীবী আপিল বিভাগে হাজির হন।

সাত আইনজীবী হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।