ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ১৫০ জন নিহত

ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ১৫০ জন নিহত

সংগৃহীত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে আরও ১৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩১৩ জন। এনিয়ে সর্বমোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯০০ জনে। 

এদিকে গাজার উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলার শুরুর দিকে এই অঞ্চলেই স্থল অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল ইসরায়েলি বাহিনীর। 

বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী গত এক দিনে গাজার উত্তরাঞ্চলে ১৫ জনেরও বেশি হামাস জঙ্গিকে হত্যা করেছে এবং একটি স্কুলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ হামলাসহ ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ২৬ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। বেসামরিক ও যোদ্ধা নিহতের মধ্যে পার্থক্য না করলেও নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে সংস্থাটি।

অপর দিকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। সূত্র: এপি