আরও ১৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী ইন্দোনেশিয়া পৌঁছাল

আরও ১৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী  ইন্দোনেশিয়া পৌঁছাল

সংগৃহীত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে পৌঁছেছে ১৩০ জনেরও বেশি রোহিঙ্গা । জাতিসংঘের শরণার্থী সংস্থার এক কর্মকর্তা  বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে রোহিঙ্গা শরণার্থীদের গমন একটি বিতর্কিত বিষয়। দেশটিতে ১৩০ জনের বেশি রোহিঙ্গার উপস্থিতি সর্বশেষ ঘটনা।

খবর অনুসারে, মিয়ানমারের নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু রোহিঙ্গারা আচেহ উপকূলে নামার পর স্থানীয়দের প্রত্যাখ্যান ও শত্রুতার সম্মুখীন হয়েছে। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার রোহিঙ্গা এসেছে।

ইন্দোনেশিয়ায় ইউএনএইচসিআরের প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রহমান জানান, বৃহস্পতিবার সকালে ১৩০ জনের বেশি রোহিঙ্গা পূর্ব আচেহ এলাকায় পৌঁছেছে।

বছরের পর বছর ধরে রোহিঙ্গারা নাগরিকত্ব ও নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার ছাড়ছে।