নাজিম হিকমতের কবিতা

নাজিম হিকমতের কবিতা

নাজিম হিকমত

বিখ্যাত কবি নাজিম হিকমতের জন্ম হয়েছিল ১৯০২ সালের ১৫ জানুয়ারি। তিনি মৃত্যুবরণ করেছিলেন ০৩ জুন ১৯৬৩ সালে। আর প্রথম কবিতাটির নাম ‘৩১ মে ১৯৬২’। কবি নাজিম হিকমত জীবনের এক-তৃতীয়াংশ কাটিয়েছেন কারাগারের বন্দি সেলে। তুরস্কের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সশরীরে কিংবা কবিতার কালিতে নিজ মতাদর্শে অংশগ্রহণ করেছিলেন। জীবনের অধিকাংশ কবিতা কারাবন্দি অবস্থাতেই লিখেছেন তিনি। বাষট্টি বছর বয়সে এসে শরীরে নানা রোগ বাসা বাঁধলে নিজের মৃত্যুর প্রহর গুনতে থাকেন।

গর্ভবতী

নগ্ন ছিল জন্ম থেকেই গাঢ় বাদামি মাংস,
মাঠও প্রস্তুত ছিল সর্বদা,
যখন সে তার ফোলা ভেজা ঠোঁট খুলল,
বেশিক্ষণ স্থায়ী হলো না সময়,
অচেতন শরীর চিৎকার দিয়ে বেহুঁশ।

অপেক্ষাটি ভোরের আলোতে জীবন্ত ছোট পোকার মতো
যা উপরে উপরে ছড়িয়ে পড়েছে সমস্ত পৃথিবীতে,
পৃথিবীও আনন্দে কেঁপে উঠেছে ততক্ষণে,
চুষে গেছে সমস্ত প্রবাহ, হোক না খোলা কিংবা বন্ধ,

তারপর তন্দ্রাচ্ছন্ন, আরও একটি
সুন্দর ঘর্মাক্ত তুলতুলে জীবন।

আহা কী প্রসারিত জীবন—
ছায়ায়, মায়ায় শুধুই নতুনত্ব

যে মুখ ফুটে বলতে পারে ‘আমি মৃত্যুর চেয়ে শক্তিশালী’, সে নিশ্চয়ই গর্ভবতী।