আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ আখেরি মোনাজাত।  এর মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ তুরাগ তীর ও আশপাশের এলাকা।

টঙ্গী-আশুলিয়া সড়ক থেকে ইজতেমা ময়দান পর্যন্ত মুসল্লিদের যাতায়াতের জন্য তুরাগ নদে কয়েকটি ভাসমান সেতু স্থাপন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গতকাল বাদ আসর বিশ্ব ইজতেমার মূল মঞ্চে যৌতুক বিহীন বিয়ের আয়োজন করা হয়। এসময় ৫০ দম্পতিকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে দেন আয়োজকরা।

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।